পিডিবিএফ এর সিটিজেন চার্টার নিম্নরুপঃ
(১) সমিতি ও দল গঠনের মাধ্যমে ক্ষুদ্রঋণ কার্যক্রম।
(২) সঞ্চয় জমার মাধ্যমে পুঁজি গঠন।
(৩) ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ (সেলপ) কার্যক্রম।
(৪) সৌর শক্তি কার্যক্রম ।
(৫) প্রশিক্ষন কার্যক্রম।
(৬) নবজাতক সঞ্চয় প্রকল্ল।
(৭) সোনালী সঞ্চয় স্কীম।
(৮) মেয়াদী সঞ্চয় স্কীম ।
(৯) সাইলেজ বা গো খাদ্য প্রকল্প (প্রস্তাবিত)।
(১০) সদস্যদের স্বাস্থ্য সেবা বিষয়ে পরামর্শ প্রদান।
(১১) শিক্ষা, নাগরিক অধিকার, নারীর অধিকার ও আইনগত বিষয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে সামাজিক অবস্থার উন্নয়ন।
(১২) সদস্যদের হাঁস-মুরগী ও গবাদি পশুর টিকা প্রদান।
(১৩) আইটি সংক্রান্ত কার্যক্রম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস